কি বলতে চাই, জানি না
বলতে পারি না
ভাষা খুঁজে পাই না
নিজেকে মেলে ধরতে জানি না


এত কবিতা, এত গল্প
এত প্রবন্ধ লিখি
আজও বলা হয়নি যা বলতে চাই
লিখা হয়নি যা লিখতে চাই


যন্ত্রণা কাতর হই
বলতে না পারার যন্ত্রণা
লিখতে না পারার যন্ত্রণা
দেখেও না দেখার ভান করার যন্ত্রণা


জীবন দর্শনের কুল কিনারা
খুঁজে না পাই
নিজের ভেতর থেকে বেরোতে চাই
শুন্যতার দেয়ালে একটি বিন্দু দেখতে পাই


লিখতে পেরেও
লিখতে না পারার যন্ত্রণা
কেঊ দেখে না, কেঊ জানে না
মুক্তি চেয়েও মুক্তি মেলে না


বধির , আমার সাথে পার্থক্য থাকে না
ইচ্ছেগূলো ক্ষমতায় পেরে উঠে না
প্রকৃতির অক্ষমতায় দোষ নেই
বেঁচে থাকার লোভের ক্ষমা নেই


কক্সবাজার
অক্টোবর ১৩, ২০১৮