[এই আসরে, ৪০০তম কবিতা নিবেদন]


বাংলাদেশে প্রতিবছর হাজারে হাজার কিডনি রোগী, একটি কিডনি প্রতিস্থাপনের জন্য কিডনি দাতার খোঁজে হন্যে হয়ে ঘুরে । পত্রিকায় বিজ্ঞাপন দেয়, প্রত্যাশার চেয়েও বেশী অর্থ দেয়ার প্রলোভন দেখায় । হঠাৎ একদিন পত্রিকায় একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়,, “ বিনা পয়সায় কিডনি দান হবে, একটি মাত্র শর্ত পুরন সাপেক্ষে” । এক বিষণ্ণ যুবক নিজেই নিজের কিডনি দানের জন্য বিজ্ঞাপন দিয়েছেন। শর্ত হোল, “কিডনি গ্রহীতাকে প্রমাণ করতে হবে তার সারা জীবনের উপার্জিত আয়ের পেছনে কোন মানুষের দীর্ঘশ্বাস নেই”।


কি আশ্চর্য! অনেকদিন অপেক্ষার পরও কোন কিডনি গ্রহিতা আসলো না। হতাশ বিজ্ঞাপন দাতা ভাবছিলেন আবার বিজ্ঞাপন দিবেন কিন্তু শর্তটা উঠিয়ে নিবেন। তাকে অবাক করে দিয়ে, একদিন এক বৃদ্ধ তার নাতনীর হাত ধরে রিকশা থেকে নামলেন, কিডনি গ্রহীতা হয়ে আসলেন। শর্ত পূরণের জন্য তার জীবনের গতি প্রবাহ, তার উপার্জন ইতিহাস মেলে ধরলেন।  শেষে ফিরে যাবার আগে বললেন-


“আমার কিডনির প্রয়োজন নেই, আমার কিডনি ভাল আছে, স্বয়ং ঈশ্বর আমার কিডনি ভাল রাখার দায়িত্ব নিয়েছেন”


কক্সবাজার
নভেম্বর ৩০, ২০১৮