কাল্পনিক সম্পর্কগুলো
খুবই ভয়ংকর, সর্বনাশা
জীবনকে তিলে তিলে ক্ষয় করে
নিজের অজান্তে
সকলের অগোচরে


সন্দেহের পরকিয়া
কাল্পনিক চরিত্রের উপস্থিতি
দৃঢ় ভালবাসারও অবস্থান চ্যুতি
সুস্থ স্বাভাবিক জীবনের
অপরিনামদর্শী ইতি


কল্পনায় কাউকে ভালবাসলে
জীবনের অস্থিরতা বাড়ে
স্বাভাবিক ছন্দের দিনগুলোতে টান পরে
সম্ভাবনাময় সময়কে নাড়িয়ে তোলে
দুদিন আগে কিংবা পরে


কল্পনায় প্রতিপক্ষের আগমন
নিদ্রাহীন উৎকন্ঠিত জীবন
অহেতুক জিইয়ে রাখা মনে, অভিমান অপমান
নিজেরই হীনমন্যতা প্রকাশ
অস্থিরতার নেই কোন অবকাশ


কাল্পনিক প্রতিযোগীতা
একক বিজয়ের হাতছানি, নেই একতা
হারাচ্ছে মানবিক গুণাবলী, বন্ধন মমতা
কোথাও থাকে না সাম্য, সমতা
সবই বোধদয়ের ব্যর্থতা


মিরপুর, ঢাকা
অগাস্ট ১০,২০২০