১৩
চোখের জলে
তৃষ্ণার্ত ঘাস পিপাসা মিটিয়ে বড় হয়
দুঃসময়ে অমানুষগুলো
রক্ত জ্বলে স্নান করে মানবিক রয়


১২
যে জলে
বার বার ধুয়ে নিচ্ছি হাত
করোনার ভয়ে
একই জলে এখন নেই কোন জাত পাত


চোখের জলের ঘনত্ব কি বেশী তবে
সবাই পৃথিবী ছেড়ে যাবে
কিন্তু কেন এভাবে
তাহলে কি অমানবিকতার প্রায়শ্চিত্ত হবে


১১
চুম্বনে সোহাগে মিশে থাকে
অসহায় জীবনের নির্লজ্জ সময়
প্রার্থনার শব্দগুচ্ছ ইথারে ভাসে
যুবক একটি দিনের অপেক্ষায় থাকে, সমান্তরাল পথের বাঁকে ।


১০
এখনো ঈশ্বরের অস্তিত্ত্ব
টের পায়নি কেউ কেউ
অবিরাম চলছে ক্ষমতাবান
নারী পুরুষের ঘেউ ঘেউ



ছোট্ট এক সীমানায়
অমানবিকতার কত চিত্র
করোনাই এখন একমাত্র মিত্র


কত গল্প বাতাসে ভাসে
কখনো অচেনায় হাসে


মিরপুর, ঢাকা
এপ্রিল ৫-৬, ,২০২০