সময়ের উচ্চাকাঙ্ক্ষী
আধুনিক কবি, জ্ঞানের দম্ভে, মুক্তচিন্তার নামে
ঈশ্বরকে ছুঁয়ে দেবার স্পর্ধা দেখায়;
দিন শেষে সেইতো জীবিকা আর
জৈবিক তাড়নায় ব্যস্ত থাকায়!!!


শহরে ভীষন ক্ষুধা
দিনভর পেটের ক্ষুধা নিবারনের যুদ্ধ
মধ্যরাতে জৈবিক ক্ষুধার কাছে আশ্রয়
কৌশলী ঈশ্বরের কাছে কবি’র পরাজয়।


শব্দের উপর আধিপত্যবিদ্যা
উপমার কারিগর
শব্দ কামার
মুখোমুখি কবি এবং ঈশ্বর ।


হাসপাতালে কবি থাকেন নিশ্চুপ
শরীরবিদ্যা বিশারদ সরব
বাকী সবাই প্রার্থনামগ্ন
ঈশ্বর তখন মুচকি হাসেন।


কল্পনার সীমানির্ধারন থাকে
যতটুকু দেখা যায়, অনুভবে রাখা যায়
কিছুটা বেশি হতে পারে
ঈশ্বর থাকেন দৃষ্টিসীমার রাইরে, কল্পনা থেকে অনেক দূরে।


আলোদাতা, অন্নদাতা, জ্ঞানদাতা
দম্ভ দেখার দর্শক, নিশ্চুপ হোতা;
পরাজিত একজন কবির তিরোধান
ইতিহাস থেকে উদীয়মান কবি নেয় না কোন জ্ঞান।


কাথি, মেদেনীপুর, ভারত
আগষ্ট ১৪, ২০২২, রাত ১২টা