যে জীবনে
কোন অংক থাকে না
হিসেব মেলানোর প্রচেষ্টা চলে না
ভুল যোগফলের কোন
আফসোসও থাকে না
তেমন একটি
জীবন চেয়েছিলাম আমি


রিপুতাড়িত শরীরের আকাঙ্ক্ষা
প্রজন্মের স্থায়ী কামনা
অনন্তকাল নিস্ফলা বীজের আশংকা
নারীর নারী হয়ে ওঠা
পবিত্র পুস্তকের পবিত্র বাণী
এসবই হিসেবের খাতা


জীবনের তাৎপর্য নাকি
নিহিত থাকে
ক্রমাগত জীবনকে ভক্ষনের ভেতর
বস্তুর রূপান্তরে রূপান্তরে
নিহিত জ্ঞানের সমারোহ
হিসেব গুলো বড্ড গোলমেলে


তুমি নারী আর আমি পুরুষ
আমরা কেউ মানুষ নই
আমাদের জীবনে
একটা হিসেব থাকবেই
ঈশবর নারী পুরুষ কোনটাই নন
যৌথের যোগফলও নন
কোন হিসেব নেই সেখানে


অথচ আমি একটা
হিসেব বিহীন জীবন চেয়েছিলাম
অনুভবের অনুভূতিতে
বাচতে চেয়েছিলাম
এখনো চাই


মিরপুর, ঢাকা
জুলাই ১৭,২০২২, রাত ১১টা