সূর্যের সাথে লড়াইটা
আমার, অনেক দিনের;
আজ একটু আলো, কাল থাকে না
পরের দিন নিজেকেই দেখতে পাই না।


চাঁদের সাথেও লড়াইটা
অনেক দিনের;
যখনই একটু আয়েশ করি, শিহরিত হই
অমাবস্যার চাঁদরে ঢেকে যাই।


সময়ের সাথে লড়াইটা
জন্মে থেকেই;
জন্মই ছিল আমার আজন্মের পাপ
অসময়ের জন্মটা এখনো করেনি মাপ।


আমার সাথে আমার লড়াইটা
ক্ষনে ক্ষনেই;
শুন্যের দেয়াল ভাঙ্গার আদিম বাসনা
মাঝে মাঝে দেখি জিইয়ে রাখা রক্তাক্ত প্রেষণা ।


অদৃশ্যের সাথেও
আমার লড়াই;
অনিশ্চয়তার বীজের উৎস খুঁজে না পাই
ভাবনারা ভেসে বেড়ায় একা একাই।


চলছে অমীমাংসিত লড়াই
তপ্ত আগুনে ঝলসে উঠে, জন্মের বড়াই;
সময়ের জেদে অক্ষত জীবন রেখার অর্ধাংশ
সমীকরণ না মেনেই হবে প্রত্যাশিত বৃহদাংশ ।


অগাস্ট ১৩, ২০১৮
মিরপুর, ঢাকা