পৃথিবীর বুকে জ্বলন্ত অপরাধ বিস্ফোরণ
বিশ্ব ব্যাপী আজ মারামারি হানাহানি
আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে মানবতার বিপর্যয়;
বোমার বিস্ফোরণে রক্তাক্ত শিশুর মুখ
এবং আকাশে কালো ধোঁয়ার আবরণ;
নিত্যদিনের রাজনৈতিক কৌশলে ভূলুণ্ঠিত মানবিক আবেদন।


ক্ষুদ্রতাই সুন্দর
ভুল প্রমানিত সত্য,
ক্ষুদ্র বাংলাদেশ, ক্ষুদ্র ভাবনায় চলে আধিপত্য।
ন্যায্য অধিকার, ন্যায্য দাবী
স্লোগানে স্লোগানে শিশুরা অগ্রগামি;
ডিজিটাল বাংলাদেশের প্রলোভন নাই
কেবল নিরাপদ সড়ক চাই এবং
স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ।


লেলিয়ে দেয়া মানব-কুকুরের মানবতা জানা নেই
চাপাতি আক্রমনে উৎসাহ তাই
দণ্ডায়মান অস্ত্রের ব্যবহারে মেয়ে শিশুরও রক্ষা নাই ;
উপাধিপ্রাপ্ত নেতৃত্ব
পা চাটা বাহিনী দিয়ে চালিত
অমানবিক নির্দেশনায় নির্দেশিত
রাতের আঁধারে মানবতা ভুলুণ্ঠিত।


ভাষার লড়াইয়ে জয়ী বাংলাদেশ
স্বাধীনতার লড়াইয়ে, স্বীকৃত ‘লড়াকু’  বাংলাদেশ;
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ‘রোল মডেল’ বাংলাদেশ
অর্থনীতিতে,  খেতাবি ‘উদীয়মান বাঘ’ বাংলাদেশ
খেলার মাঠে, ‘কপালে ভাঁজ ফেলে দেয়া’ বাংলাদেশ
কেবল, মানবতায় বিপর্যস্ত আর
শিশুদের কাছে লজ্জায় মাথানত বাংলাদেশ ।


[নোটঃ ডঃ শাহানারা মশিউর এর ‘দৃষ্টির আড়ালে’ কবিতা আলোচনা করতে করতেই, এই কবিতার জন্ম, ফলে শুরুতেই, তার কবিতার কিছু প্রভাব এবং শব্দের আধিপত্য থেকেই গেল। কবির কাছে কৃতজ্ঞতা রইলো ]


অগাস্ট ০৫, ২০১৮
মিরপুর, ঢাকা