আমি প্রতিদিন আমার
সকালের স্নিগ্ধতা
বিক্রি করি;
আমার আমাকে বিক্রি করে
বেঁচে থাকার রসদ
জোগাড় করি


অনেক কষ্টে অর্জন করা
আমার জ্ঞান ও
বিক্রি করে দিই;
দিনে দিনে আমি
হয়ে যাই চৌকশ চাকুরেজীবি
তারও পরে খাটি ভৃত্য


অনেক চেষ্টা করেও
আমার স্বপ্ন বিক্রি করতে পারিনি
স্বপ্ন কেনা বেচার কোন মার্কেট নেই;
স্বপ্ন নিজের কাছে রাখার জন্য
ঋণও করতে চেয়েছিলাম
তাও কেউ দেয়নি


একজন মানুষের
সময়, শরীর, মেধা, মনন, মনুষ্যত্ব
সবই বিক্রি হয়
কিন্তু সব বিক্রি করেও
স্বপ্ন কেনা যায় না
স্বপ্ন আকড়ে ও থাকা যায় না



কুড়িগ্রাম
নভেম্বর ০৬, ২০১৯