মানুষ বোঝ !!
      -সরদার আরিফ উদ্দিন


মানুষের চাওয়া গুলো বোঝা মুশকিল, খুব গোলমেলে
কষ্ট চাই না, শুধই সুখ চাই হাসতে হাসতে বলে,
সুখের বন্যায় ভাসতে চাই, একটু কষ্ট হলেই চলে
আবার ত্যাগ স্বীকারের কথা উঠলে, কানটা এবার দেব মলে ।


একদল বলে, কষ্টের পাল্লা ভারী বেশী, অভিজ্ঞতা আছে
অন্যদল, তর্ক করে, কষ্ট গুলো থাকে সুখেরই খুব কাছে ।
জীবনে দুটোরই দরকার আছে, পণ্ডিতরা বলে একটু গিয়ে পিছে,
তেলবাজরা হুশিয়ার করে, এত ভাবলে জীবন তোমার গেছে।


যতই ভাবি, সুখই ভাল, সুখের জন্যই তোমার কাছে আসি
আইয়ুব বাচ্চু সবাইকে বলে, আমি কষ্ট পেতে ভালবাসি,
জীবনে অনেক সুখ চাই, তাই মানত করি গরু আর খাসি
আবার অন্যের কষ্টে, সন্তনা দেই কিন্তু মুখ টিপে টিপে হাসি।


কজনই বা বারটার্ন্দ রাসেল এর ‘সুখ’ পড়ি কিংবা বুঝি
কিন্তু ডেল কার্নেগী সাথেই থাকে, শুধুই সফলতা খুজি।
ফেইস বুকে মটিভেশনাল ক্লিপ দেখি, নিজেকে শোধরাবো আজই
কাজের কাজ কিছুই হয় না, কেবলই ফাকিবাজি।


এত ভাবনা, এত চেষ্টা, সুখে থাকবো জীবনভর
গাড়ী থাকবে, বাড়ী থাকবে, দিতে চাইনা আয়কর।
রাজনৈতিক প্রতিশ্রুতি, আমলাতন্ত্র আর উন্নয়নের ধার
আম জনতা কিছুই বোঝে না, সরকার বদলায় বার বার।


প্রথম আলো ক্যাম্পেইন করে, বদলে যাও, বদলে দাও
নিজেকে কে বদলাবে? এভাবে হবে না, যতই গান গাও।
নিজের চাওয়া, নিজের পাওয়া, আগে নিজে বদলে যাও
কষ্ট কিংবা সুখ হিসেব না করে, জীবনকে এগিয়ে নাও।
২৭.০৭.২০১৭