প্রতিদিনের অনুভূতিগুলো বয়ে যায়
গাছের পাতায় পাতায়
কখনো হাওয়ায় মিলিয়ে যায়
কখনো গিলে ফেলতে হয়, সুরের অজানায়।


একেকটি অনুভূতির পেছনে
কত গল্প লুকিয়ে থাকে
কত আনন্দ, বেদনার, উল্লাস
কত দহনের তীব্রতা থাকে বাঁকে বাঁকে।


আহবান আর প্রত্যাখানের
মিশ্রতার অনুভূতি
গুমরে মরে ,নিজের ভেতর
পেছনে মিশে থাকে হাজারো কটুক্তি।


কাছে এসে ফিরে যাবার
বাঁধনহারা সম্পর্কটুকু
মনকে করে নিস্তব্ধ নিথর
তারপর; কেউ জানে না বাকীটুকু।


একক অনুভূতির একক অনুভূব
আবার একটির সাথে অন্যটি
মিলে মিশে “মিশ্র অনুভূতি’র জন্ম হয়;
ভয় এবং প্রত্যাশা, জীবনমৃত হয়েও জীবিত রয়।


মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ২৬, ২০২২, সকাল ৭টা