প্রযুক্তির কল্যানে
ইদানিং, নুতন কিছু পেশার আবির্ভাব হয়েছে;
ধর্মজীবি, কথাজীবি
নগ্নতার ঝলকজীবি........
আরো কত কি!!


প্রযুক্তির উন্মাদ সমুদ্রে
ঝাক ঝাক বুড়ো বালকের দল
মধ্যরাত অবধি
আনন্দ স্নানে ব্যাস্ত থাকে।


অর্ধ নগ্ন, নগ্নতার উল্লাসে
সেদ্ধ হয় নির্বোধ তাজা মাছ;
প্রতিটি শিকে আটকে ভাজা হচ্ছে
পোড়ানো হচ্ছে, মাছেদের হৃদয়,
মাছেদের দেহ।


ধর্মজীবি পুরুষ বেশি
কথাজীবিতে নারী;
মনুষ্য সমাজ বন্টন প্রশ্নে জ্বলে ওঠে না
জীবিকার প্রশ্নে আপোষ করে নিশ্চিন্তে।


ধর্মের শৃংখল, সমাজের শৃংখল
উঠে গেছে
সীমান্তে পাহারা কেবল লৌকিকতা
নিউরো সমস্যাজনিত জীবনবিধবংসী বীজ
পোতা হচ্ছে, মগজে মগজে।


আগ্রাসী পুজিবাদের তাবিজ
সবাই গলায় ঝুলোয়
জেনে কিংবা না জেনে
বুঝে কিংবা না বুঝে
আধুনিকতার মোড়কে।


রাজা গেষ্ট হাউস, কলেজ স্ট্রিট, কোলকাতা, ইন্ডিয়া
আগষ্ট ১২, ২০২২, রাত ১১টা