একজন নিরক্ষর মানুষ
বলেছিল, বেসরকারি হাসপাতাল হোল
আত্মীয় বাড়ি, আর সরকারি হাসপাতাল বাবার বাড়ি,
নিজের বাড়ি, এখানে অধিকার আছে, আত্মসম্মান আছে, মর্যাদা আছে
নিজের মত করে বাঁচার স্বাধীনতা আছে;


আত্মীয় বাড়িতে যেতে
অনেক কাঠখড় পোড়াতে হয়
হাতে হরেক রকম মিষ্টির প্যাকেট থাকতে হয়;
দারোয়ান, ইন্তারকম… নানা ঝক্কি ঝামেলা
আত্মীয়ের সমকক্ষ না হলে, কদরও বাড়ে না।


চমকে গিয়েছিলাম
সত্য উচ্চারনে স্যালুট দিয়েছিলাম
ভুল বিশ্বাসে আস্থা রেখেছিলাম
যৌবনের উত্তাল সময়কে, ভুল নির্দেশনা দিয়েছিলাম
শুধু শুধুই প্রেমে আত্মহারা হয়েছিলাম ;


জীবনের সাথে প্রতারনা করেছিলাম
অসত্য ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন দেখেছিলাম
জনতার ঋণ শোধের অঙ্গীকার করেছিলাম
নিজেকে বঞ্চিত করেছিলাম, এবং
পরের প্রজন্মকে ঠকিয়েছিলাম ।


প্রায় পাঁচ দশক
সব মেনে নিলাম, ভুল পথেই চললাম
এবার, ভুলগুলো সব শুধরে নিলাম
আরেকটি নুতন ভুলের জন্ম দিলাম
মর্যাদাহীন সুখ যাত্রার সিন্ধান্ত নিলাম।


সেপ্টেম্বর ১৭, ২০১৮
কক্সবাজার