ইতিহাসের পুনরাবৃত্তি
আমি বার বার দেখি
নিজের ইচ্ছায় নিজেই ভুল করি
ভুলের মধ্যেই জীবন উদযাপনে মরি


নীল বিষের পেয়ালা
মৃত্যুর অপেক্ষা অবেলা
নিঃস্বতার ছন্দে সময়ের হেলাফেলা
প্রতি মুহূর্তে স্তব্দতার কাফেলা


ক্ষরনে দেখি ফোটা ফোটা রক্ত
অবিশ্বাসের দোলায় বাতাস উত্তপ্ত
কেবল নির্লিপ্ত চাহনি
কিছু প্রশ্নের উত্তর আজও মেলেনি


উপেক্ষিত সময় ও সম্পর্ক
অপেক্ষার প্রহর গুনে এক পক্ষ
ঈশ্বরের নিষ্ঠুর খেলা
অবুঝ হৃদয় কাটে সারাবেলা


সমাপ্তির অপেক্ষা
নির্মোহ জীবন
সময়ের ছন্দপতন
হাতে নীল বিষের পেয়ালা যখন


মিরপর, ঢাকা
সেপ্টেম্বর ১৩, ২০১৯