তোমার নীরবতা
আমার অক্ষমতাকে বাড়িয়ে তোলে
আমি দহনে দহনে
পুড়তে থাকি
আমাকে অপরাধী করে তোলে


তোমার নির্লিপ্ত চাহনি
আমাকে জ্বেলে ছারখার করে দেয়
ক্রমাগত পালাতে থাকি
দূরে অনেক দূরে সরে যেতে থাকি
নিঃসীম অন্ধকারের  তলানিতেঁ নিজেকে দেখি


তোমার প্রত্যাশাহীন আকুতি
আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন করে তোলে
হিসেবের খাতা গোলমেলে ফেলে
প্রতিক্ষন অপেক্ষা, এই বুঝি মেলে দিলে
কল্পনায় কিছুক্ষন নিস্তার মেলে


তোমার প্রশ্নহীন উত্তরের অপেক্ষা
আমাকে উন্মাদ করে তোলে
আমি স্বস্তি পাই না, শান্তি পাই না
কোথাও আশ্রয় পাই না
আমি আমাকেও খুঁজে পাই না


তোমার নীরব অভিমান
আমাকে অস্থির করে তোলে
চেষ্টা তো একবার করতাম, সুযোগ পেলে
যা কিছু তোমার বেদনা মুছে ফেলে
আমি এখনো পারি, একবার তুমি এগিয়ে এলে


কক্সবাজার
জানুয়ারি ০৫, ২০১৯