নৈঃশব্দে কান পেতে শুনি
প্রকৃতির স্বীকারোক্তি কতটা সরল এবং সবল
ক্ষমাহীন ধূসরতা ঢেউ তোলে
নিস্প্রান, নিস্ফলা ভূমিতে আপন মনে


অনুভবের অঙ্গুলে নিজেকে ছুঁয়ে দেখি
দ্রোহ নেই, লোভ নেই, পিপাসা নেই
আকাংক্ষারাও বেঁচে নেই
যাবর কাটা সময়েরও কোন সমাপ্তি নেই


ইদানিং আর নিজেকেও
খুব ভাল করে চিনতে পারি না
এ দায় একান্তই আমার নিজের
হৃদয়ের পাদদেশে ছুঁয়ে ছুঁয়ে যায় দহন শূন্যতার


বলপেন মাঝেই মাঝেই ঢুকে যায়
অনিহার প্লাস্টিকের খাপে
দিন সপ্তাহ মাসকে অতিক্রম
করতে হয় ভিখেরীর মত হাত পেতে


জানুয়ারী ১৬, ২০২১
মিরপুর, ঢাকা