বিশালতার বুকে অহমিকা
বাসা বাধলে;
জ্ঞান নিরুপায় হয়ে কাদে।
হৃদয়চেতনে জল গড়িয়ে পরা বন্ধ হয় আপন মনে।


দাম্ভিক পাহাড়কে আপন ভেবে
দেহ মিশিয়ে দিয়ে আড়াল করে নিজেকে;
ইশারা, সংকেত বোঝে না বধির;
তেলের নদীতে ভাসমান যান ছুটে চলে আপন ভুবনে।


পশমপালক পাখি
উড়ে বেড়ায় বাতাসের নির্ভরতায়;
দুপায়ের শক্তিমত্তায়, ভূমিতে
দাড়ানোর সক্ষমতা ভুলে;
অন্ধকারের আলোতে হারায়।


পাখির পাখা ঝাপটানো শব্দে
মেঘের সচকিত চোখ;
ভয়কাতর বাতাস;
অবশেষে, নষ্টালজিয়ায় আক্রান্ত
পাখি সময়ের শেষ প্রান্ত থেকে ফেরে; অসময়ে।


জুলাই ২৮, ২০২২
রাত ১০টা