নস্টালজিয়া  !!!!
                           -সরদার আরিফ উদ্দিন


হাঁটছিলাম আনমনে একা একা
সুনসান রাস্তাটা জীবনের মতই আকা বাঁকা;
কাশবন ধরে যেতে যেতে হঠাৎ আচমকা
সযত্নে আমার হাতেই তোমার হাত রাখা।।


অনেকদিন আসা হয়নি এদিকটায়
ছুটি  পেলেই আসতাম বিকেল ঠিক চারটায়;
চারদিকে কেউই নেই, কেবল এক যুগল আর আমরা
কথার পৃষ্ঠে কথা, শরীরের উষ্ণতায় হারিয়ে যায় তারা ।


শরীরকে ছাপিয়ে, আমার প্রিয় চোখের ভাষা
ঝাঁকড়া চুলে হাত বোলান তোমার নেশা;
কতটা বছর গেলে হয়, অপেক্ষার অবসান
কতটা স্বচ্ছল হলে, পাওয়া যায় একত্রে থাকার পারমিসান ।


স্বচ্ছলতার মাত্রা তুমি আমি কেউ জানি না
ভালবাসা আর আকাশের মাপ সবারই অজানা;
অদৃশ্য এক সমাজ নীতি, স্বচ্ছলতার মাপকাঠি
সময়ের অপচয়, ভালবাসার ক্ষয়, জীবনটাই মাটি ।


অক্লান্ত চেষ্টা, তীব্র আকুলতা, একাকার হবার চিৎকার
কোনটাই সফল হয়নি, কেবল বিত্তের অহংকার;
অসমাপ্ত ভালবাসা, সমান্তরাল যাত্রা, তুমি এখন অন্যের প্রিয়া
এতক্ষণ তবে কোথায় ছিলাম, নস্টালজিয়া  !!!!
২৩.০৯.২০১৭