অবিশ্বাসের ছোঁয়া
        -সরদার আরিফ উদ্দিন


বিশ্বাস-অবিশ্বাসের মাঝখানে আছি আমি
ভাবি, কে যে কোনটা, মানুষ এত নামি দামি,
একবার এদিকে হেলি, একবার ওদিকে হেলি
মাঝে মাঝে, সত্যিই খেই হারিয়ে ফেলি ।


বিশ্বাস-অবিশ্বাসের মাঝখানে আছি আমি
তোমাকে বিশ্বাস করে  ঠকেছি আমি কমই;
কোন মানুষই আমার বিশ্বাসের মর্যাদা রাখেনি
হাজার চেষ্টা করেও তাই আর শুরু করতে পারিনি।


বিশ্বাস-অবিশ্বাসের মাঝখানে আছি আমি
শুধু ভালবাসাই পৃথিবীতে একমাত্র দামি;
খ্যাতি যশ অর্থ বিত্ত অনেকেরই থাকে
কজনাই বা মনুস্যত্তের মর্যাদা ঠিকঠাক মত রাখে ।


বিশ্বাস-অবিশ্বাসের মাঝখানে আছি আমি
কেন মানুষগুলো অমানুষ হয়; জানে অন্তর্যামী;
তুমি আর আমি পাল্টে দেব সব, তাইত ছিল পণ
কেন হারালে নষ্টদের দলে, একই ত আছে আমার মন।


বিশ্বাস-অবিশ্বাসের মাঝখানে আছি আমি
তোমারই অপেক্ষা, আরেকটি যুদ্ধ একসাথে আমি আর তুমি;
নুতন প্রজন্মের কাছে আমাদের ছিল অঙ্গীকার
মানবতার প্রতিষ্ঠাই, কমাতে পারে ঋণের দায়ভার।
১০.০৮.২০১৭