মনোলীনা, তুমি, তোমরা, অন্যরা আমাকে যেভাবে  জান, দেখ কিংবা বোঝ, আমি কিন্তু আমাকে বুঝি ভিন্নভাবে। আমার আমিকে অনেক কস্টে আমি চিনেছি। মাঝে মাঝে অচেনা মনে হলেও, এখন নিশ্চিত হয়েছি। দুপক্ষের জানার মধ্যে অনেক পার্থক্য। আগে এতটা পার্থক্য ছিল না, দিন দিনই তা বাড়ছে। পার্থক্যের গহ্বরে আমি প্রায়ই তলিয়ে যাই। অপেক্ষায় থাকি, তুমি কিংবা কেউ একজন এই পার্থক্য কমিয়ে আনবে।


মিরপুর, ঢাকা
ফেব্রুয়ারি ২১, ২০২০