কবিতার ব্যাকরণ
জানতে চেও না
অসীমতায় সীমা খুঁজে পাবে না
বরং নিজের মত লিখে যাও
কবিতার পাঠক খুজতে যেও না
যন্ত্রনা থেকে মুক্তি পাবে


স্বাধীনতার স্বাদ পেতে চেও না
অসীম আকাশের নীল সীমানায়
পাখি যেমন ওড়ে
বরং আপোষ করতে শেখ
তেলাপোকার মত বাঁচতে শেখ
অনেক দূর যেতে পারবে


চার দেয়ালে মুখোশের
ছবি আঁকতে শেখ
মিথ্যের মিছিলে চলতে শেখ
ন্যায় অন্যায় ভাবন ভুলতে শেখ
পুরস্কারে পুরস্কারে ভূষীত হবে
একদিন নিজেও মুখোশ হতে পারবে


জনতার সাথে হাত তালি বাজাতে শেখ
সকাল বিকেল পূজো
আর গায়ের চামড়ার ঢুকঢুকি
প্রতিবাদী মনকে গলা টিপে ধরো
নয়তো পালিয়ে যাও, দেশান্তরী হয়ে যাও


মিরপুর, ঢাকা
ফেব্রুয়ারি  ২৫, ২০২০