স্বপ্নের পৃথিবীতে বসবাস আমার
বাস্তবতার সাথে মিল থাকে না যার;
মেলাতে পারি না তাই স্বপ্নে থাকি
কল্পনাতে সব পাই, বাস্তবতাকে দিয়ে ফাঁকি।


কৌশলী জ্ঞানের অভাব
স্পষ্ট জবাব, ঝটপট বলার স্বভাব;
ভেতর বাইরে একই রেখায় থাকা
অন্য এক পৃথিবীকে নিজের মধ্যেই রাখা।


কপট মানুষকে এড়িয়ে চলার চেষ্টা  
অমানুষের মুখোশে মানুষ থাকার নেই তেষ্টা;
আমার ভুবনে আমি, ভিন্ন এক পৃথিবী
তোমাকে চেয়েছিলাম, তুমিও থাকনি।


স্বপ্নে সমুদ্রের উদ্দ্যমতা, পাহাড়ের অটলতা
মানুষের মধ্যে দেখি সত্যের উজ্জ্বলতা;
আমার মধ্যে তোমার মিশে থাকা
বাস্তবতা থেকে অনেক দূরে, আমার পৃথিবীতে আঁকা।


আমি আমার সাথে থাকি, কথা বলি, বদলে দেয়ার কথা ভাবি
বদলে গেছে সবাই, বদলে দিতে চাইলে সামনে আসে ‘যদি’;
যদি এটা হয়, তবে ওটা হবে
যদি উনি ইচ্ছে করেন, তবে আর প্রশ্ন থাকে না ‘কবে’?


যদি, তবে, হবে, কবে, আদৌ, অসম্ভব,কেমন করে…
শব্দগুলো যদি থাকতো মরণের পরে;
আবারো ‘যদি’ সামনে আসে
আমার ভিন্ন পৃথিবীতে এসব থাকে না, মুক্ত মনে হাসে।


মার্চ ১১, ২০১৮
কক্সবাজার