আমার একটি কস্ট আছে
জন্ম দাগের মতই
কখনোই মোছেনি
অনেকটা বছর চেষ্টা করেছি, পারিনি


আমার একটা অবিশ্বাস্য
অন্ধকার আছে
বিশ্বাসেরও আগে তার জন্ম
জীবনের সাথে মিশে আছে


কিছু শব্দ আমার কানে
আজো বাজে নীরবে
শব্দহীন করাতের মত
অর্থহীন কিন্তু পাজরে বাজে


আগামীকাল সুর্যোদয়ের ঈঙ্গিত
সবার জন্য সত্য হলেও
মলিন সন্ধ্যার মত
আমার জন্য অনিশ্চিত


আমার একটি আজগর সাপ আছে
প্রতিরাতে নিঃশ্বাস পেঁচিয়ে ধরে
সিগারেট এর আগুনে রাতকে পোড়ানো
আমার একটি নেশা আছে


শুধু আমিই নেই আমার মধ্যে


মিরপুর, ঢাকা
ডিসেম্বর ০১, ২০২০