৬০০তম কবিতা প্রকাশ-মাইলস্টোন ছুঁয়ে দিলাম


অর্থহীন শব্দগুলোও কখনো
জীবনকে অর্থময় করে তোলে
সব সময় অর্থ খুঁজতে গেলে, কিছুই থাকে না
জীবন অর্থহীন হয়ে যায়
সুন্দর সময়ও মনকে ক্লান্ত করতে পারে


সন্দেহবাদী সন্দেহ এমন এক ব্যাধি যে
এর কোন উপশম নেই
এক চূড়ান্ত ও নিয়ন্ত্রনের
অসাধ্য আবশ্যকতা দ্বারা
প্রকৃতি অনুভব করতে শেখায়


আমাদের স্থির করে নিতে হবে’
ভুল ও মায়ার মাঝেই যদি চিরকাল
জড়িয়ে থাকতে হয়
তবে, এগুলোকে অন্তত
রসালো ও মনোরম করা দরকার


একথা সুনিশ্চিত যে
হতাশার ফলাফল প্রায় উপভোগের
মতোই সুন্দর হতে পারে
বাসনা চরিতার্থতার অসাধ্যতা
বুঝতে পারলেই তা তিরোহিত হয়


ফেব্রুয়ারি ১১, ২০২২
রাত ১১টা
মিরপুর, ঢাকা