একবার দুবার নয়, বার বার আক্রান্ত হই
অতিক্রমের রেখা খুজি
নিজের ভেতর
তোমার কাছে ফিরে ফিরে যাই


তোমার নিস্পৃহতা
তোমার নিশ্চূপ আদল
আমাকে আবারো আক্রান্ত করে
যোজন দুরত্তে অবস্থান


অতিক্রমের রেখা
দীর্ঘ থেকে দীর্ঘতর, যেন সীমানাবিহীন
নিজের ভেতরেই অসীমতা
দেয়াল ভেদ করে ছুতে চাওয়ার নিরন্তর প্রচেষ্টা


উল্টো চিত্রে বিস্ময়
দিনের আলোয় তোমার ছায়া দেখি না
নিকষ কালো অন্ধকারে
তোমার কাছে বারে বারে


তুমি সীমানার অপারে
আবার দেয়ালের এপাশে
অবাক বিস্ময়ে
অতিক্রমের রেখা উপরে ফেলার অপেক্ষা


কক্সবাজার
এপ্রিল ০৯, ২০১৯