প্রতিদিন ঘরে ফেরে
নির্লিপ্ত পরাজিত মুখেরা;
ধীরে ধীরে শান্ত হয়
অফুরন্ত খরা


চেনা শরীরে অচেনা
কালো হাত;
পরাজিত মনে, ঘুমের কোমল ঘ্রানে
শুদ্ধ হয় যত রাগ


রাশি রাশি স্বপ্ন মিছিলে
প্রতিদিনের যাত্রা;
বিফল মনোরথে অপলক চেয়ে থাকা
দাম্ভিক উল্লাসে নষ্টদের সম্মিলিত যাত্রা


পরাজিত চোখে, শোকাতুর মন
পতনের পর ফের পতন;
অবিরাম চেস্টাগুলো
ভাঙ্গা পাঁজরের টুকরোগুলো থাকে অচেতন


ঘূর্ণিনাচের নির্লজ্জ মাতমে
দহনের তিক্ততা বুক পকেটে খুব যতনে;
অভিমানী পরাজিত মুখেরা
দূর থেকে দেখে হেটে যায় প্রেমিকেরা


মিরপর, ঢাকা
সেপ্টেম্বর ২৯, ২০১৯