কারো আসার কথা ছিল না
কেউ আসেনি
তবুও আমি দাঁড়িয়ে থাকি পথের বাঁকে
একটি সম্ভাবনার দিকে


সোজা পথে বহুদূর দেখা যায়
প্রত্যাশার সম্ভাবনা মিলিয়ে যায়
পথের বাঁকে বাঁকে
অস্পটতায় ইচ্ছেগুলো লুকিয়ে থাকে


চৌরাস্তার পথ
আমার চিরচেনা, ভাল লাগার স্থির শপথ
নিরন্তর অপেক্ষাগুলো, কেউ আসবে না হয়তো
বিনির্মাণে সময় গত


ভোরের কুয়াশা শেষে
অস্পষ্ট আলোয় নিশানা ভাসে
তপ্ত আলোয় দোষারোপের ক্ষনে
অভিযোগের তর্জনী বেঁকে উঠে পরক্ষনে


ঘোলাটে শহরে
কদাচিৎ ঈশ্বরের দেখা মেলে
হয়তো বা কেউ একজন আসতো
আর একটু সময় পেলে



মিরপুর, ঢাকা
ডিসেম্বের ০৭,  ২০১৯