প্রিয়জন বলে কি কিছু নেই
সবই প্রয়োজন?
প্রিয়জন হলো ক্ষনিকের মোহ
প্রয়োজনগুলো অদৃশ্য অহোরহ।


প্রয়োজনের ঘাটতি হলে
প্রিয়জনের অগ্নিমূর্তির দেখা মেলে
প্রয়োজন মিটছে সব ঠিকঠাক
প্রিয়জন আশেপাশে ফিটফাট।


প্রয়োজনের আয়োজন সারাদিন
প্রিয়জনের হাসিমুখ সেদিন;
প্রয়োজন পূরনে ভুল একদিন
প্রিয়জনের মলিনমুখ অনেকদিন।


প্রয়োজন কিছু বিশেষ দিনের
প্রিয়জনের আবদার বহুদিনের;
প্রয়োজন গোনা নাকি কৃপনের
প্রিয়জন সুর তোলে আক্ষেপের।


প্রয়োজন বেশি বিকেল আর সন্ধ্যেতে
প্রিয়জনের সন্দেহ ফিরলে দেরীতে
প্রয়োজন কোনদিন মধ্যরাতে
প্রিয়জন থাকে নানা অজুহাতে।


প্রয়োজনগুলো প্রয়োজন সত্যিই
প্রিয়জন প্রিয় হয়, থাকে যদি প্রীতি
প্রয়োজন বাদে জীবন অচল
প্রিয়জন ছাড়াও পুজিবাদী জীবন সচল।


জীবনের ভারে
প্রয়োজন আগে, প্রিয়জন পরে;
আবেগী বয়সে
প্রিয়জন আগে, প্রয়োজন পরে।


প্রয়োজনগুলো বাস্তবতায় রাখা
প্রিয়জন থাকে আবেগে আকা;
প্রয়োজন, মধ্যবয়সী ভাবনা প্রবল
প্রিয়জন, যুববয়সী আবেগ কেবল।


ভাবনা নেই তখন
প্রিয়জন, প্রয়োজন ব্যালেন্স যখন;
সুখী জীবন তখন
পরস্পর একই ভাবনায় যখন।


মিরপুর, ঢাকা
জুলাই ১৭, ২০২২, ভোর ৬টা