প্রায়শ্চিত্ত
         -সরদার আরিফ উদ্দিন


এক জীবনে যত সিন্ধান্ত নিয়েছি, সবই ছিল ভুল
ক্লান্ত পরিশ্রান্ত আমি, এত ভুলের নেই কোন মাশুল ।
তাই জীবনের একাকীত্ব, সব হারিয়ে একূল অকূল
শুধুই মৃত্যুর প্রতিক্ষা, ফুটবে না আর কোনই ফুল ।


মানুষ ভুল করে, ভুল শুধরে নুতন জীবন ফিরে পায়
কেবল আমিই পারলাম না, আমিই নিরুপায় ।
সবাই পারে, তাদের দক্ষতা থাকে, খুজে নেবার নানা উপায়,
আমার সব আছে আবার কিছুই নেই, ভাবনাগুলো কুড়ে কুড়ে খায় ।


সব মানুষ এক হয় না, কেউ অসফল, কেউ বা মহান
মৃত্যুর পর কারো ঠিকানা কবর, কারো ঠিকানা শ্মশান,
বেচে থাকতে কেউ চায় মানবতার আসন আবার কেউ হয় পাষাণ
দিন শেষে সবাই চায় জীবনের পোক্ত একটি আসন ।


ভুলে ভুলে দিন গেল, বছর গেল, ভুলেরই সমাহার
শোধরাতে চেষ্টা করেছি অনেক, ভুলে গিয়ে নিদ্রা, আহার;
তোমার ভুল, আমার ভুল, তাদের ও ভুল, সব একাকার
সবাই ভাল আছে, ভাল থাকবে, প্রায়শ্চিত্ত শুধুই আমার ।


আশা নেই, প্রত্যাশা নেই, অপেক্ষা কেবলই পরকালের যাত্রা
ক্ষমা চাই তোমার কাছে, তাদের কাছে, রেখো না ক্ষমা করার মাত্রা,
কেবল মনে রেখ, আমিই ছিলাম তোমার শুভাকাঙ্ক্ষী, তোমার মিত্র;
শেষ দিনগুলো একটু সুখ চাই, আর কয়েকটা বছরই আছে মাত্র ।
৩০.০৭.২০১৭