আমি অনেকবার সত্যবাদী হতে চেয়েছি
পারিনি
ছোটবেলায় মাকে খুশি করতে মিথ্যে বলেছি
প্রেমিকাকে পাবার তাড়নায় মিথ্যের আশ্রয় নিয়েছি
প্রিয়তমাকে সুখী করতে মিথ্যেবাদী হয়েছি


বান্ধবিদের ইচ্ছেতে হরহামেশা মিথ্যে বলেছি,
খাবার হোটেলে বিল রেখেছি বাকি;
সংসারের ভারে চাকরী টিকিয়ে রাখতে
হরহামেশাই মিথ্যে বলে থাকি।


আমি কখনোই সত্যবাদী হতে পারিনি


সভ্য সমাজে টিকে থাকার জন্য
সত্যের আড়ালে মিথ্যে বলে থাকি;
মানুষকে খুশী করার জন্য
মিথ্যেকে সত্যের মোড়কে লুকিয়ে রাখি।


অনেক চেষ্টা করেছি, আমি সত্যবাদী হতে পারিনি


অফিসের বসকে মিথ্যেতে খুশী রাখি
জীবন ও জীবিকার ভারে টঠস্থ থাকি;
ফলপ্রদ মিথ্যের আশ্রয়ে
পরিবারের সুখ থাকে না বাকি।


পুরুষের জন্ম পুরোটাই একটা ফাঁকি।


একজনমে পুরুষ হয়ে’
দায়িত্বের ভারে ভারাক্রান্ত হয়েছি
অনেক সুখ পেয়েছি
অবিরাম মিথ্যেতে থেকেছি
পরের জনমে নারী হয়ে জন্মানো ইচ্ছেতে রেখেছি।


মিরপুর, ঢাকা
জুলাই ১৩, ২০২২, রাত ১১টা