রাজনীতি ও উন্নয়ন
                           -সরদার আরিফ উদ্দিন


রাজনীতিতে উন্নয়ন কিংবা উন্নয়নের রাজনীতি
দু’ক্ষেত্রেই থাকে ভয়াবহ স্বজনপ্রীতি;
ভিন্ন ভিন্ন কার্যক্রম, ভিন্ন ভিন্ন নীতি
আম-জনতাই সাইনবোর্ড, তাছাড়া নেই গতি ।


রাজনীতিতে উন্নয়ন, লোক দেখানো কিছু আলামত
ব্রিজ, আন্ডার পাস, উড়াল সেতু নয়তো রাস্তা মেরামত;
দুর্যোগে ত্রান বিতরণ,  এখানে ওখানে দৌড় ঝাপ
দিন শেষে ভোট ব্যাংক, মনে থাকে না কোন পাপ।


উন্নয়নের রাজনীতি, দেখি পরিবর্তনের রূপরেখা
গরীবের উন্নয়ন, তাদের নিয়ে, তাদের দিয়েই আকা;
দাতা গোষ্ঠীর ইচ্ছে যখন ইস্যু পরিবর্তন
এইচআইভি শেষে আসে উন্নয়নে মাইগ্রেসন।


রাজনীতিতে উন্নয়ন, আমলাতন্ত্র, মন্ত্রিতন্ত্র এ নিয়েই সুশাসন
আম জনতা থাক পেছনে, কেবল ত চাই ক্ষমতার আসন ।
নারী নীতি, রাষ্ট্র নীতি, পররাষ্ট্র নীতি, স্বাস্থ্যনীতি সবই আছে;
জনকল্যাণ চলছে ত, জনদুর্ভোগ সব মিথ্যে বানান, মিছে।


উন্নয়নের রাজনীতি,  বিরামহীন ছুটে চলা পথে প্রান্তরে
সময়ে অসময়ে সাথেই থাকি, জনতার অন্তরে;
হয়েছে আত্মউন্নয়ন, নারীর ক্ষমতায়ন, বেড়েছে শ্রমজীবীর আয়;
চুইয়ে পড়া সাহায্য নীতি, ফালতু কথা, ফালতু সময় ব্যয়।


রাজনীতি থাকে ঘরে বাইরে, অফিসে, আদালতে
থাকতে হবে, চলতে হবে নিজ গুনে এরই সাথে;
রাজনীতি না বুঝলে, অযথাই হায় হতাশা,
রাজনীতি ভিন্ন পৃথিবী নেই, কেবলই দুরাশা।
২৪.০৯.২০১৭