মুল্যবান অভিজ্ঞতাগুলো
আর কাজে লাগছে না
স্মৃতির পাতায় জমানো আনন্দ-বেদনার কাব্য
কেউ জানে না
জানতেও চায় না
সবকিছুই স্যান্ডউইচের মোড়ানো
কাগজের মত মনে হয়;
কাজের শেষে স্যান্ডউইচ খেয়ে
মূল্যহীন মোড়ানো কাগজ সবাই ছুঁড়ে ফেলে।


নবীন প্রবীণ এর দ্বন্দ্ব
চিরকালের
অভিজ্ঞতায় পিছিয়ে থেকেও নবীনের
অহংকারের তাপে পোড়ে প্রবীণ;
অভিজ্ঞতার ঝুলি নিয়ে দ্বারে দ্বারে
ফেরী করে নিঃস্ব প্রবীণ
ক্রেতা থাকে না ।


প্রত্যেকেই একবার স্যান্ডউইচ
একবার মোড়ানো কাগজ এর
ভুমিকায়
ব্যতয় ঘটার উপায় নেই
চাই বা না-চাই, এমনটাই ঘটে
ভবিষ্যতেও ঘটবে নিশ্চিত
আমরা কেউই এর ব্যতিক্রম নই।


আশি ঊর্ধ্ব বয়সের ভারে ন্যুজ
প্রবীণকে দেখে আমার তাই মনে হয়


সীমাহীন অপরাধে অপরাধী যুবক !


অক্টোবর ০৫, ২০১৮
কক্সবাজার