আমি যখন অন্ধ ছিলাম
দুঃসাহস বুকে নিয়েস্বেচ্ছা অন্ধত্বের
পানিতে ঝাঁপ দিয়েছিলাম
ভেবেছিলাম খাল, ডোবা কিংবা নদী
সহজেই জয় করতে পারবো
নিশ্চিতভাবেই ওপারে যেতে পারবো


জীবনের দৈর্ঘ্যের চেয়ে
বড় সমুদ্র
কিভাবে অন্ধত্ব নিয়ে পাড়ি দিবো
আমার নিঃশ্বাস প্রায় শেষ
হয়ে আসছে
দম বন্ধ হয়ে আসছে
আমার স্বেচ্ছা অন্ধত্ব
আমার বেঁচে থাকার আশা স্তব্ধ করেছে


প্রকৃতির অন্ধত্ব
স্বেচ্ছা অন্ধত্ব
যোজন যোজন দূরত্ব
আমি যে স্বেচ্ছা অন্ধত্ব বরণ করেছি
তখন সেটাই বুঝিনি


ঈশ্বরকে দায়ী করা যায় না
ঈশ্বরের প্রতিনিধিকেও না
সকল দায়বদ্ধতা
আমার স্বেচ্ছা অন্ধত্ব বরনের ইচ্ছে
মরিচীকার পেছনে ছোটার
তীব্র বাসনা


মোহগ্রস্থ সময়কে কিছুটা
দায়ভার দেয়া যায় বটে
কিন্তু দিন শেষে
চলমান সময়ের কোন দায়ভার থাকে না


সকল দায়ভার আমার স্বেচ্ছা অন্ধত্বের


অক্টোবর ২৪, ২০২১
টোলারবাগ, ঢাকা
রাত ৮টা