চাকরির বিজ্ঞাপনের পাতায় চোখ বোলানো
সকালের প্রার্থনার মতই
কাক ডাকা ভোরের প্রথম কাজ;
একটি বিজ্ঞাপনের বিপরীতে হাজার হাজার প্রার্থী
শিক্ষিত যুব শক্তি;
শিক্ষিত বেকার;
শিক্ষিত অক্ষর নাগরিক।


উদ্বিগ্ন যুবদের ভিড়
প্রতিদিন গ্রাম থেকে শহরে
কমলাপুর, গাবতলি, মহাখালি......
ট্রেন কিংবা বাস থেকে নেমেই কোথায় যেন হারিয়ে যায়
কয়েকজন মাত্র ফিরে আসে কোট টাই পরে
বাকীরা, আ-র ফিরে না, তলিয়ে যায় সময়ের গহ্বরে ।


গ্রামের যুব শক্তি
কাজ পায় না, গ্রামে মন টেকে না
কৃষি কাজে জাত থাকে না, ক্ষুদ্র ব্যবসায় মন বসে না
শহরে গমন ছাড়া গতি থাকে না ।
স্থায়ী কিংবা অস্থায়ী চাকরী চাই, হাবিলদার, পিয়ন
নিদেনপক্ষে কিছু অনুদান;
শিক্ষিত অক্ষর নাগরিক, করুণার ঝুলি নিয়ে ক্রমাগত ছুটে চলে
শহরের নানা প্রান্তে, নানা কৌশলে ।


শিক্ষার লক্ষ্য একটাই
চাকরী চাই
তাছাড়া অন্য কোন উপায় নাই;
শিক্ষায় প্রতিবন্ধকতা, শিক্ষায় প্রতিবন্ধীতা
শিক্ষা ব্যবস্থায় তৈরি ‘মানুষিক আশ্রিতা’;
ঢেলে সাজাবার নেই ইচ্ছে, নেই মানুষিকতা
শিক্ষিত অক্ষর নাগরিক টিকিয়ে রাখে রাজনৈতিক ক্ষমতা ।


জুলাই ০৩ ২০১৮
মিরপুর, ঢাকা