শব্দের ভেতর অনুভূতিগুলো
লুকিয়ে থাকে
ঘটনার সাথে চুক্তিবদ্ধ হয়ে
দৃশ্যমান হয়
অনুভূতি প্রকাশে বিবাদ হয়
সমাজের সাথে, এমনকি নিজের সাথেও


আনন্দ, উল্লাস, রাগ, সুখ, দুঃখ,
কষ্ট, বিষাদ, দহন, মান, অপমান,
হিংসা, ঘৃণা, অহংকার....
শব্দেরা কাদে নীরবে, কিংবা
প্রতিহিংসার উচ্চসবরে হাসে


শব্ধহীন সময়ের আকালে
নির্জনতা ভীড় করে;
অনুভূতিগুলো বিষাদে থাকে।
নিশ্চুপ প্রাপ্তির আকাঙ্ক্ষায়
তখনো জীবিত থাকে
অনুভূতির নির্বাক অনুরণনে।


মিরপুর, ঢাকা
জুলাই ০১, ২০২২, রাত ১০টা