শকুনের রুপান্তর
-সরদার আরিফ উদ্দিন


ছোটবেলায় আকাশে অনেক শকুন দেখতাম
সংখ্যাটা কত সে প্রশ্ন ভিন্ন;
সুতীক্ষ্ণ চাহনি আর তীব্র ঘ্রানশক্তি সম্পন্ন।
শকুনের টার্গেট থাকতো
মাটিতে পরে থাকা মরা গরু কিংবা ছাগলের দেহ;
মাংস খাবলে খাবার ছিল প্রবল আগ্রহ।


এখন আর আকাশে শকুন দেখি না
চারপাশেই শকুনের অস্তিত্ব টের পাই প্রতিনিয়ত;
তবে কি শকুনের খাদ্যভাস পরিবর্তন হল?
খাবলে খাবার আগ্রহ একই আছে
ঠিক যেমনটা আগে ছিল।
তবে কি শকুনের রুপান্তর হল?


অক্টোবর ০৬, ২০১৭