সুখগুলো আসে কদাচিৎ, মাঝে মাঝে
আবার গুম হয়ে যায় বারে বারে;
স্রষ্টার ইচ্ছায় সুখের দেখা মেলে
মানুষের আঁচরে টুকরো টুকরো হয় একেবারে ।


ইদানিং সুখগুলোকে
বড্ড বেশী  স্যাঁতস্যাঁতে লাগে;
ভেজা কাপড়ের ন্যায় সোঁদা গন্ধ নাকে বাজে
সুখের উৎসগুলোও খুব আজে বাজে ।


সুখের কারণে সুখানুভূতি থাকে না, কি কারন মন জানে না
সুখের অভাবে পরাজিত মন মানে না;
অস্তিত্বহীন সুখের বড়াই কমে না
সুখের বেসাতী ছাড়া জীবনও চলে না ।


কষ্টগুলো আসে দলবেঁধে, সগৌরবে
বাসা বাঁধে বিষণ্ণ মনে;
উদাসী দুপুরে কিংবা কোন এক অপেক্ষমাণ সময়ে
পরাজিত সুখগুলোর কান্না দেখে চরম বিস্ময়ে!


অস্তিত্বহীন বিমূর্ত সুখানুভূতি
নির্লজ্জ কষ্টগুলোর দন্তায়মান মূর্তি;
এখানে ওখানে  ছাড়ানো ছিটানো ফুর্তি
সমন্বয়হীন জীবনের আকুতি ......... অবশেষে সমাপ্তি ।


জুলাই ০৮ ২০১৮
মধ্যবাসাবো, ঢাকা