সিগারেটের ধোঁয়ায় তোমার অবয়ব
-সরদার আরিফ উদ্দিন


সিগারেট ছাড়তে চেয়েও পারলাম না
তোমার কাছে ও হারলাম না;
প্রতিদিন না দেখে থাকতে পারলাম না
তাই, প্রতিচ্ছবি দেখে অশান্ত ও হলাম না ।


সিগারেটের ধোঁয়ায় তোমার অবয়ব থাকে
কুণ্ডলী একে বেকে কেবল তোমাকেই আকে;
তোমার হাসি, কান্না, রাগ সবই থাকে
একেকবার একেক রকম, প্রতিটি বাকে এবং পাকে।


একেক দিন তোমাকে দেখি বিশ বার
ভয় থাকে না হারাবার;
সিগারেট আর ম্যাচ থাকলেই, দেখতে পারি কয়েকবার
শেষবার খুব আক্ষেপ থাকে, সময় হবে কাল আবার;


ইদানিং চায়ের ধোঁয়ায় ও একই ভাবে দেখি
রাস্তার ধারে চা খেতে খেতে আনমনে থাকি;
অন্যরা চা খায়, গল্প করে নিজেদের সাথে
আমি কেবল তোমাকেই দেখি, ধোঁয়ায় মিলিয়ে যেতে।


কি যে হোল আমার, রান্নাঘরের ধোঁয়াতেও তোমায় দেখি
দেখার লোভ সামলাতে পারি না, সারাদিন উকি ঝুকি;
যেখানে ধোঁয়া, সেখানেই তুমি আর আমি
বেঁচে থাকলে, আমার সাথেই থাকতে, সেটা আমি জানি ।


অক্টোবর ১২, ২০১৭