ছোটবেলায় যখন জ্যামিতি শিখতাম
রেখার কারুকাজ
আয়তক্ষেত্রে, বর্গক্ষেত্র, বহুভুজ, ষড়ভুজ ...
অবাক হয়ে তাকিয়ে দেখতাম
কত সহজেই একেকটা নামের
সীমারেখা টানা যায়


কি অদ্ভুত
জীবনেরও একটা সীমারেখা থাকে
সমতল জীবনরেখা
উত্থান পতনের জীবনরেখা
আবার দীর্ঘ জীবনের সীমারেখাও হয়


কোন কোন জীবনের সীমারেখা
একটি বিন্দু হয়
বিন্দু কিভাবে রেখা হয়
জীবনের জ্যামিতি একেবারেই ভিন্ন
কেউ কাউকে শেখায় না
সবাই নিজে নিজেই শেখে
আবার কারো কখনোই শেখা হয় না


জীবনের ভেতরে আবার
নানারকম সীমারেখা থাকে
দারিদ্রতার সীমারেখা
ভালবাসার সীমারেখা
লোভ এবং ক্ষোভের সীমারেখা
লালসার সীমারেখা
আরও কত কি!!


সীমারেখাগুলো তাত্ত্বিকভাবে বলা যায়
মেনে নেয়া যায়
অনুভবে রাখা যায়
কিন্তু শেষ পর্যন্ত আঁকা যায় না


সবচেয়ে কঠিন মনে হয়
সীমাবদ্ধতার সীমারেখা
বলতে না পারার সীমাবদ্ধতা
লিখতে না পারার সীমাবদ্ধতা
ভাষার সীমাবদ্ধতা
অনুভুতি প্রকাশ করতে না পারার সীমাবদ্ধতা
মানুষকে বুঝতে না পারার সীমাবদ্ধতা......


সীমাবদ্ধতার কোন সীমারেখা নেই
অসীম রেখা দ্বারা চালিত
মানুষের জীবন নিজেই একটি সীমাবদ্ধতা
সীমাবদ্ধতা একটি বিন্দু কিংবা একটি রেখা


কক্সবাজার
জানুয়ারি ০৫, ২০১৯