কিছু মানুষ জীবনে
না আসলেই ভালো হতো
কিছু মানুষের সাথে
পরিচয় না হলে, আরো ভালো হতো
কেউ একজন না থাকলে
আমি বেচে যেতাম।


আমি তখন, আমারই হতে পারতাম
আমার আমি'কে শাষন করতে পারতাম
এখন আমি প্রতিনিয়ত ভালোলাগার কাছে হেরে যাই
পরাজিত হই ভালোবাসার কাছে।


আমার আমি'র কাছেই, আমি
শৃংখলিত
অবরুদ্ধ
নিয়ন্ত্রিত
নিন্দিত
বন্দিত্ত


আমি আমার কাছেই
মুক্তি চাই প্রতিনিয়ত।


আমি আমাকে নিয়ে
চলে যেতে চাই,
দূর কোথায়
নির্জনতায়
প্রকৃতির শীলতায়
মানুষের ছায়াহীনতায়
মুখোশের স্পর্শহীনতায়


আমি আমার কাছেই থাকতে চাই
শুদ্ধতায় এবং সততায়।


মিরপুর, ঢাকা
জুলাই ২০, ২০২২, রাত ৯টা