সবদিনের মতই সেদিন
তবুও কিছু অন্যরকম
ক্ষমতাবান ঝড়ো বাতাস
সবটুকুকেও উড়িয়ে নিল


তুমি কি পরিস্কার করে জানো
কেন গিয়েছি মদের দোকানে
সময়, সমাজ এবং রাস্ট্র
সবাই জানে, কেবল তুমিই জান না


ছোটবেলায় মাঠে খেলতে গিয়ে
রক্তচোষা ঝোকের সাথে পরিচয়
আজও একইভাবে রক্ত শুষে নিচ্ছে
তখন নিয়েছে কয়েক ফোঁটা
এখন নিচ্ছে পুরো জীবনের রক্ত


এসো তবে কবিতাতেই থাকি
দূর হবে চেনার যতটুকু বাকি
জীবনের ক্লেদ শুষে যাবে কবিতায়
আগামীর পথ হবে মুক্তির, নির্দ্বিধায়


মিরপুর, ঢাকা
ডিসেম্বর ০১, ২০২০