সময়ের নিষ্ঠুরতা
      -সরদার আরিফ উদ্দিন


তোমার উন্মাদনা ছিল কেবল আমার সাথেই কথা বলা
কারনে অকারনে আর ইনিয়ে বিনিয়ে চিঠি লেখা,
আড় চোখে দিনে একবার হলেও আমাকেই দেখা
এসবই ছিল তোমার ছেলেমানুষি আর নিত্যদিনের খেলা ।


আমাদের কাছে আসা, একসাথে থাকা সবই তুমি পেলে
ঈশ্বরের কৃপায় স্বাচ্ছন্দ্য পেলে, পেলে মেয়ে এবং ছেলে ।
আরও কিছু কি বাকী ছিল, যদি কিছুটা হলেও মেলে
হিসেব মেলে না, সময়ের সাথে জেদ চলে না, ভাল হত একটু স্থির হলে ।


নিষ্ঠুর সময় পাল্টে দেয় সবকিছু, পাল্টে দেয় মানুষকে
যেমনটা দিয়েছে আমার চেয়েও বেশী তোমাকে,
কি চেয়েছিলে তুমি, শুধুইত  আমাকে আর সুখি হতে
পেলে কি সব, নাকি হারিয়ে গেল সবই, যতটা চেয়েছিলে পেতে ।


সময়ের কাছে হার মেনেই মানুষের চলা, এসবই বাস্তবতা
পরিবর্তনকে উপেক্ষা করে কি লাভ বল, দেখানো আদিখ্যেতা,
কেউ কেউ পরিবর্তনকে মানতে চায় না, যদি থাকে ভালবাসার সক্ষমতা
আমরা  তবে কি  হারালাম? আমাদের  জীবনে শুধুই কি শুন্যতা ?


সময়ের হাত ধরেই একদিন হবে এ জীবনের অবসান
আর ত মাত্র কয়েকটা বছর, তুমি আমি দুজনেই অপেক্ষমাণ,
সময়ের নিষ্ঠুরতায় আমরা এখন দুদিকে তাকিয়ে থাকি দুজন
অথচ এক সময় হাতে হাত রেখেই বসতে চাইতাম দীর্ঘক্ষণ ।
--২৫.০৭.২০১৭