যুব বয়সের
অনেক প্রশ্ন জমা থাকে সময়ের কাছে;
মধ্য বয়সে
ফিরে আসে উত্তর হয়ে।


অভিজ্ঞতা আর বিচক্ষনতার অভাব
কাউকে তোয়াক্কা না করাই স্বভাব;
অর্জন আর এগিয়ে যাওয়া
প্রয়োজনে পা মাড়িয়ে সব পাওয়া।


কুয়োর ব্যাঙ দেখে
আকাশের ছোট সীমানা;
প্রজ্ঞার অভাবে এর
বেশী ভাবতে মানা।


সৃষ্টিতে সীমানা আঁকা
অনেকদূর যাওয়া যাবে;
কোন এক জায়গায় থামতে হবে
ফিরেও আসতে হবে, কখন? উত্তরটা মধ্য বয়সে পাবে ।


সীমানা পেরিয়ে
বিজ্ঞান যাচ্ছে অনেকদূর এগিয়ে;
দূর সীমানায় অসীমতা দেখিয়ে
একটি সত্যের সন্ধানে, নিজেই যায় হারিয়ে।


সময়ের শিক্ষকতা, সময়ের অভিজ্ঞতা
দূর করে অজ্ঞতা;
আবার শুর করার আফসোসে তিক্ততা
প্রকৃতির একটিই নির্মমতা ।


অগাস্ট ২৮,২০১৮
মিরপুর, ঢাকা