সম্পর্কটা পারদের মতো
নরম তুলতুলে
হাতের তালুতে রাখা যায় না;
ছুঁয়ে দিলে
গড়িয়ে দূরে সরে যায়;
টুকরোও করা যায় না।


জড়িয়ে থাকা সম্পর্কটা
নানা রঙের
অস্তিত্তের  তীব্রতায় ঘন প্রশ্বাস
কখনো না হেয়ালীতে পূর্ন;
তাচ্ছিল্য, অবজ্ঞায়
তীব্র ভারাক্রান্ত সময়ের অবগাহন।


সম্পর্কের অনুভবটা
এক পাক্ষিক
অন্যপক্ষ উদাসীন, হালকা রসিকতায় পুর্ন;
কাছে থাকার আহ্বান
পাশাপাশিতে নানাজনের কোলাহল
গভীরে দেখি কেবলই নোনাজল।


নামহীন সম্পর্ক
এতীমের মতো, অস্তিত্বের সংকট;
দৃশ্যমানতায় অদৃশ্য
স্বীকৃতিবিহীন চলাফেরা
অনুভবে সদা জাগ্রত
কিছু পাখি যেমন থাকে নীড় ছাড়া।


মিরপুর, ঢাকা
অক্টোবর ৫, ২০২২, সকাল ১১টা