সিদ্ধান্তের চূড়ান্ত সীমা
ধনাত্মক কিংবা ঋণাত্মক
দুটোই জীবনের জন্য ভালো
ঝুলন্ত সিদ্ধান্ত, জীবনকে হত্যা করে তিলে তিলে


দেবলীনা
ভালোবাসার অর্থ সবার কাছে
একরকম কি না জানি না
আমার কাছে ছিল, জীবনের বিনির্মান
নিজেকে চুড়ান্তভাবে সপে দেয়ার নাম
বিশবস্থতার সফল প্রয়োগ
আমিও তাই ছিলাম
সন্দেহের তীর তখনো আমার বুকে বিধেনি


দেবলীনা
আমি সম্পর্কগুলো লালন করতাম
শ্রদ্ধা আর নির্দিষ্ট দূরত্ব রেখেই
সন্দেহের ব্যধি ক্যান্সারের চেয়েও ভয়ংকর
তখনো টের পাইনি
যখন পেলাম, সারাজীবনের জমানো আকাঙ্ক্ষাগুলো
একটু এক্টু করে মিলিয়ে গেলো


দেবলীনা
নিজের ভেতরের পশুকে
জলাঞ্জলি দিয়ে,
নিজেকে বিলিয়ে দিয়েই
আমার প্রতিশোধের স্পৃহা রপ্ত করলাম
জন্ম জন্মান্তরের সাজানো আস্থাকে নিজেই হত্যা করলাম


দেবলীনা
শ্রদ্ধার সম্পর্ক হয়ে উঠলো
আমার আস্থা হারানোর
আমার বিশ্বাস হারানো
সন্দেহের তীরে আঘাতপ্রাপ্ত হৃদয়ের
প্রতিশোধের আগুন


দেবলীনা
এক এক করে নষ্ট হলো
অনেকগুলো আস্থা
অনেকগুলো শ্রদ্ধার সম্পর্ক
অনেকগুলো জীবন
হারিয়ে গেলো, আমাদের গন্তব্যের ঠিকানা
পরাজিত হলো, আমাদের কাছে থাকার আকাঙ্ক্ষা
জন্ম হলো ভালোবাসার নুতন সংজ্ঞা


শুধুমাত্র একটি “সন্দেহ নামক ব্যাধি”
ভয়ংকর তার রূপ
অকল্পনীয় তার ধ্বংসলীলা


বুঝলে না তুমি, আফসোস !!!,


ফেব্রুয়ারী ১৭, ২০২২
বিকেল ৩টা
মিরপুর, ঢাকা