আমরা সবাই নিরাপত্তার
কথা ভাবি
সম্পদের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা
চলাফেরার নিরাপত্তা
আরও কত কি?


স্বপ্নের নিরাপত্তার কথা
কেউই ভা্বে না
নিরাপত্তাহীন স্বপ্ন কতটা পোড়ায়
তা অনেকেই জানে না


আমরা কেবল
স্বপ্নের নিয়ন্ত্রন করতে শিখি
নিয়ন্ত্রণ করতে শেখাই
অনিরাপদ স্বপ্নগুলো দেখে উল্লাস করতে শিখি


প্রতিদিন কত স্বপ্ন
হারিয়ে যায়
কত স্বপ্নের মৃত্যু হয় প্রতিদিন
কেউই তার খোঁজ রাখে না


আবরার স্বপ্ন, নুসরাত স্বপ্ন
কত স্বপ্নের অকাল মৃত্যু ঘটে
কত স্বপ্ন হারিয়ে মানুষ গুমরে কাঁদে
কত সন্তানের স্বপ্নলাশ থাকে বাবার কাঁধে


স্বপ্নহীন লক্ষ জীবন
রেখেই কি লাভ
স্বপ্ন নিরাপত্তার জন্য প্রতিবাদ হউক
আজ এবং অনাদিকাল


মিরপর, ঢাকা
অক্টোবর  ১৮, ২০১৯