আমাদের সহজ সরল মানুষগুলো
কেন হেটে যায়?
সব সময় কেন হেটে যায়?
ভুল সময়ে
ভুল পথে
ভুল দিকে
ভুলের স্বপ্নে
ভুলের গতিতে
ভুলের নিমিত্তে
ভুল মানুষের কাছে


ভুলের গল্পেরা
কথা বলে সরলতায়
ভুলের সময়েরা
তীব্র দীর্ঘশ্বাসে হারায়
ভুল মানুষেরা
মেঘের মতো উড়ে বেড়ায়
ভুল আবেগীরা
দহনে দহনে পোড়ায়


সহজ সরল মানুষগুলো
কেন হেটে যায়
নির্লিপ্ত জীবনের পথে?
নিশ্চিন্তে কেন পা বাড়ায়
অজানার সাথে?


সহজ সরল জীবনের
ভুল অনুবাদ
ভুল ব্যাখা
ভুলের আদলে মুখ
আশ্চর্য শূন্যতা ভুল মানুষের চোখ;
তবুও ভুলেই জড়ানো
ভালোবাসার সুখ।


সহজ সরল মানুষগুলো
কেন হেটে যায়?
ভুল রাস্তার অর্থ
আকাশ ছোয়া চাহিদার বিত্ত
ভুল অনুরাগে সিক্ত
ভুল সময়ের ফেলে আসা গল্প
প্রকাশিত হয় খুবই অল্প।


মিরপুর, ঢাকা
জুলাই ২৪, ২০২২, বিকেল ৪টা