নিরোত্তরের মাঝেও
লুকিয়ে থাকে কিছু উত্তর
খুঁজে নেয়ার ইচ্ছে যদি কাঁদে অন্তর
অদৃশ্য সত্ত্বার হাত প্রসারিত নিরন্তর ।


সময়ে অনুভূতি হারায়
দুঃসময়ে কাঁদে
কথাগুলো কথা হউক
পরম সত্ত্বার সাথে নীরবতার বাঁকে ।


নিজের সাথে নিজের বোঝাপড়া
নিজের সাথেই কথা বলা
পাগলের প্রলাপ বলে উপেক্ষা করা
তবুও অসীম সত্ত্বায় মন ডুবিয়ে রাখা।


সময়ের উত্তর সময়ই রাখে
টানাপোড়নের প্রতি বাঁকে
অপেক্ষারত সত্ত্বার প্রসারিত হাতে
সম্প্রদান কারক ন্যস্ত থাকে ।


বোধশক্তির তীব্র অভাব
ভুলে পড়া, ভুল করা স্বভাব
মুক্তির সম্ভাবনা তখনো অটুট
শুধু নীরব সত্ত্বার দুয়ারে মাথাটা নত থাকুক ।


অক্টোবর ২৯, ২০২১
টোলারবাগ, ঢাকা
সকাল ১০টা