কোন কোন সন্তানের
স্বীকৃতি থাকে না
জারজ সন্তানের সামাজিক স্বীকৃতির
অপেক্ষা লাগে না
উল্লসিত জ্ঞানপাপীরা
তকমা দিতে দ্বিধা করে না ।


মিথ্যের গর্ভে
সত্যের জারজ স্বীকৃতি
ছড়ানো ছিটানো মিথ্যেগুলোর
সম্মিলিত ও সুসংগঠিত আকৃতি
জলমগ্ন সমাজে
সত্যগুলোর নির্লজ্জ অস্বীকৃতি ।


পরাজিত সত্যের
নির্মোহ লোভ
বিচলিত শব্দেরা কবিতার ভাষায়
জানান দেয় ক্ষোভ
অনিয়ন্ত্রিত ভাবনাগুলো নিয়ন্ত্রিত হয়
মিথ্যের ওমে নিশ্চিত অনুভব ।


কালের ক্যানভাসে
মিথ্যের পরস্পরা, লুকিয়ে ঈশ্বর হাসে
নিয়মগুলো অনিয়মরে চিতায় পোড়ে
আত্মস্বীকৃত প্রথাগুলো দাম্ভিকতায় বাড়ে
নিয়নের আলোয় নীতিগুলো ধীর লয়ে চলে
উলঙ্গ সমাজে পথভ্রষ্টরা নুতন ডানা মেলে।

কক্সবাজার
জানুয়ারি ৩০, ২০১৯