সভ্যতার অসভ্যতা
- সরদার আরিফ উদ্দিন


সভ্যতার কিছু অসভ্য আচরণ
কারনে অকারনে শ্রমিকের সাথেই বিচরন;
ক্ষমতার দম্ভ আর নীতির বিনিজ্যিকিকরন
আজ নির্যাতন, ত কাল বস্ত্র হরন।


শ্রমিকের কান্নার জলে সভ্যতা কিনি
পাজরের হাড় ভাঙ্গার শব্দ নীরবে শুনি;
বুলদজার এর চাপে নিষ্পেষিত রিকসার সংখ্যা গুনি
উল্টো পথে গিয়ে, সেমিনারে বক্তৃতা দেন জ্ঞানী ।


মধ্যরাতে শ্রমিকের মেয়েটি, খদ্দেরের অপেক্ষা
সভ্যতার বেসাতিকারী, প্রাদো থেকে বারোয় আচমকা;
জঠরের জ্বালা জুড়াতে চুরির দায়, ছেলেটির মাথায়
আইন রক্ষা শেষে, কেউ ঘুমায় মধ্যরাতের উষ্ণতায়।


কান্নার জলে সভ্যতা চকচক করে
জলের দামে, দেশ উঠে মধ্যম আয়ের ঘরে;
বুকের হা হা কার মিলিয়ে যায়, চোখ রাঙানীর জোরে
আজ যা ভাবি কাল ভুলে যাই, ইস্যু তৈরির ভারে ।


অক্টোবর ০৯, ২০১৭